calendar icon
Saturday Dec 06, 2025

প্রথমেই পুঁটি মাছ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে

প্রথমেই পুঁটি মাছ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবেছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: পুঁটি মাছ ৩০০ গ্রাম, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, মাঝারি আলু ২টা, শিম আধা কেজি, টমেটো ১টি, কাঁচা মরিচ ২টি, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি: অল্প হলুদ, লবণে পুঁটি মাছ মেখে তেলে ভেজে রাখুন। ভাজা তেলে পেঁয়াজ, রসুন, মরিচগুঁড়া, লবণ, বাকি হলুদগুঁড়া আর সামান্য পানি দিয়ে কষান। টুকরা করা আলু ও শিম দিয়ে দিন।

কয়েক মিনিট নেড়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ভাজা পুঁটি মাছ, টমেটো, কাঁচা মরিচ দিয়ে দিন। ১০ মিনিট পর জিরাগুঁড়া আর ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।

0 মন্তব্য

কমেন্ট করার জন্য আপনাকে লগইন করতে হবে। লগইন করুন

Night
Day