calendar icon
Saturday Dec 06, 2025

বসার ঘরেই করে তুলতে পারেন আপনার পারিবারিক লাইব্রেরি

বসার ঘরেই করে তুলতে পারেন আপনার পারিবারিক লাইব্রেরিছবি: কবির হোসেন

ছোট্ট একটা বসার ঘর। অতিথি আপ্যায়নের জায়গা। অনেক বাড়িতে আলাদাভাবে পারিবারিক বসার ঘর থাকে না। তাই পরিবারের আড্ডা কিংবা চা-নাশতাও সেখানেই চলে। এক পাশে হয়তো টেলিভিশন রাখার ব্যবস্থা। কোনো এক দিকে খানিক সবুজের ছোঁয়া। চাইলে এই ঘরেই বাড়ির আরও কিছু প্রয়োজন মেটাতে পারেন।

যেমন বসার ঘরটাকেই করে তুলতে পারেন আপনার পারিবারিক লাইব্রেরি। জায়গার টানাটানি থাকলে বসার ঘরে পড়ালেখাও করা যায়, আবার সেখানেই হতে পারে ঘুমের আয়োজন। ছোট্ট বসার ঘরে কীভাবে হতে পারে এত সব কাজ? জানালেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।


 

0 মন্তব্য

কমেন্ট করার জন্য আপনাকে লগইন করতে হবে। লগইন করুন

Night
Day